ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নড়াইলে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৯, ৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।  
 
চিত্রা থিয়েটার ও যুগান্তর নাট্য সংসদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন নাট্যকর অনন্ত হীরা ও খোরশেদ আলম। প্রশিক্ষণে ৩০ জন অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সমাপনী দিনে সনদপত্র প্রদান করা হবে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফ, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন, নাট্যব্যক্তিত্ব সৈয়দ ওসমান আলী, নাজমুল হাসান লিজা, মুন্সী আসাদুর রহমান, শহীদুল্লাহ শাহীন, ড্রামা সার্কেলের
সাধারণ সম্পাদক রুদ্র দাস দেবাসহ অনেকে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি