ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৯, ১৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তবে এতে স্মৃতি স্তম্ভের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা বৃহস্পতিবার সারাদিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখব। প্রশাসনের কাছে দাবি ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।”

ঘটনার পর থেকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “রাতে কে বা কারা এসে আগুন ধরানোর চেষ্টা করেছে বুঝতে পারছি না। সকালে এসে কালো দাগ দেখে আমরা হতবাক হয়ে যাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তারেক হাওলাদার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করার কাজ চলছে।।”

পটুয়াখালী  সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, “দায়ীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি