ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

পটুয়াখালীতে ডাকাতিকালে আটক ২, গণপিটুনিতে নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ২৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে ডাকাতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। এ সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রোববার (২৪ (আগস্ট) প্রত্যুষে পটুয়াখালীর বাউফল উপজেলাধীন আদাবাড়িয়া ইউনিয়নে কাশিপুর গ্রামে হাজী বাড়ি আজহার জোমাদ্দার ও খলিল হাওলাদারের ঘরে রাত আনুমানিক রাত একটার দিকে ডাকাতি ঘটনা ঘটে। 

ডাকাতদল ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের লোকজনের চিৎকারে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে। পরে জনতার হাতে ২ জন ডাকাত আটক হয়।

ভোররাতে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদলের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখনে একজনের মৃত্যু হয়। নিহত ডাকাত সদস্যের নাম উজ্জল। তার বাড়ি একই উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।

ডাকাতদলের আরেক সদস্য রাজিবের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী এলাকায়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিস্তারিত জানানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি