ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

পণ্যবাহী যানবাহনে ডাকাতি ও পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ

প্রকাশিত : ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। পাশাপাশি ওভার লোডিং এর নামে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ করেছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হাইওয়ে পলিশ। এ অবস্থায় মহাসড়কটিতে নজরদারী আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন জনপ্রতিনিধিরা। দেশের আমদানী-রফতানী বাণিজ্যের অধিকাংশ হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। পন্য আনা-নেয়ার পথে পন্যবাহী যানবাহনে ডাকাতি হচ্ছে বলে জানান পরিবহন মালিকরা। তাদের অভিযোগ হাইওয়ে পুলিশকে ঘটনার সময় পাওয়া যায় না। পাশাপাশি ওভার লোডিং,  যানবাহনে তল্লাশী, কাগজপত্র দেখার নামে চাঁদাবাজি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তবে, অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি মহাসড়কের নিরাপত্তায় রাতদিন কাজ করছে তারা। মহাসড়কের নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনের নজরদারী আরো বাড়ানোর কথা বলছেন পরিবহন মালিক ও জনপ্রতিনিধিরা। ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো তৎপর হবে এমটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি