ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

পথশিশুদের পাশে মাভাবিপ্রবির সিআরসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের সেচ্ছাসেবী সংগঠন `কাম ফর রোড চাইল্ড (সিআরসি)` এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিআরসি মাভাবিপ্রবি শাখার কর্মীরা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার ২৫ জন পথশিশুর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল ও খাবার বিতরণ করেন।

সিআরসি মাভাবিপ্রবি শাখার সভাপতি রিফাদ আহমেদ জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। এর চেয়ে আনন্দের কাজ আর আছে বলে আমার মনে হয় না। আমাদের সবারই পথশিশুদের পাশে দাঁড়ানো উচিৎ।’
এসময় উপস্থিত ছিলেন, সিআরসির সভাপতি রিফাদ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহীউদ্দিন জায়েদ ও মেজবাহ রাহাত, দফতর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সিআরসি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৬ সালের প্রথম দিক থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি