ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পবিত্র ঈদ উল আযহায় রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি

প্রকাশিত : ১৭:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদ উল আযহার ছুটিতে রাজধানীতে যাতে কোনো অপরাধ না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকবে। ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, এবারের ঈদে ঢাকা ছাড়বে প্রায় এক কোটি মানুষ। এ অবস্থায় রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবেন তারা। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে সমন্বয়ও করবে আইনশৃঙ্খলাবাহিনী। প্রতিবারের মতো এবারেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা ও এর আশপাশের এলাকার প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছাড়বে। সোমবার পর্যন্ত চলবে রাজধানীবাসীর ঈদযাত্রা। এবার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ঈদের ছুটি কাটাবেন ৯ দিন। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এক সপ্তাহের মতো ছুটি কাটাবেন। যানজটমুক্ত নগরীতে স্বাচ্ছন্দেই যাতায়াত করছেন ঢাকাবাসী। ছুটির সময় যাতে রাজধানী অরক্ষিত না থাকে সেদিকে খেয়াল রেখেই নিরাপত্তা সাজিয়েছে পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ও অন্যান্য ঈদগাহ মাঠেও নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে। এরই মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীর সিসিটিভি ক্যামেরাগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি