ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য আওয়ামীলীগের প্রস্তুতি

প্রকাশিত : ১৯:২৮, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:২৯, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চায় আওয়ামীলীগ, সে কথা স্পষ্ট করে জানালেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে সাম্প্রদায়িক গোষ্ঠীকে নির্মূল করতে দলকে নিয়ে এগোবার কথাও জানান তিনি। সোমবার দুপুরে ধানমন্ডির একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন, ওবায়দুল কাদের। বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর প্রথম সংবাদ সম্মেলন ওবায়দুল কাদেরের। এমন গুরু দায়িত্ব দেয়ায় শুরুতেই দলের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বলেন, দীর্ঘ দিনের পরিশ্রমের পুরস্কার পেয়েছেন। আওয়ামী লীগ আগের চেয়ে অনেক সুশৃঙ্খল হয়েছে দাবি করে নতুন সাধারণ সম্পাদক বলেন, দলকে তৃণমুল পর্যন্ত পরিশুদ্ধ করবেন। গেল কদিনের নানা গুঞ্জনের কথা তুলে ধরে তিনি বলেন, সৈয়দ আশরাফ যে চমকের কথা বলছিলেন, তার প্রতিফলন ঘটেছে। মন্ত্রী নয় দলের কর্মী হিসেবে কাজ করতে চান বলেও জানান নতুন সাধারণ সম্পাদক। আগামীর লক্ষ্য কি হবে, তা জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সফল করা এবং সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবিলা করাই  মুল লক্ষ্য। সব দলকে নিয়ে নির্বাচনে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তর যেমন দিয়েছেন, জবাব দিয়েছেন বিএনপি প্রতিক্রিয়ারও। শিগগিরই দলের পূর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হবে বলেও জানান, ওবায়দুল কাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি