ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

পরিচয়পত্র ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৩, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

পরিচয়পত্র ছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশধিকার নিষিদ্ধ করা হয়েছে একইসঙ্গে যত্রতত্র স্থাপিত ইবাদত খানা, পাঠশালাসহ সব অনুমোদিত প্রতিষ্ঠান ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে

নির্দেশনায় বলা হয়েছে, ক্যাম্পের যেসব এলাকায় এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দেবে সেস্থানের কথা উল্লেখ করে সেনাবাহিনীরর কাছে যেতে হবে।

বুধবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসন, সেনা বাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন ও দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্দেশনামূলক নোটিশ পড়ে শোনান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

নোটিশে বলা হয়, দিনের বেলায় কাজ শেষে সূর্যাস্তের পর সব দেশি বিদেশি এনজিও, আন্তর্জাতিক দাতা সংস্থাসহ সকলকে ক্যাম্প ত্যাগ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ, মাদরাসাসহ অন্য কোন প্রতিষ্ঠান করতে সেনাবাহিনীর অনুমতির লাগবে।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি