ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

পরিবহন ধর্মঘটেও চলছে অধিভুক্ত সাত কলেজে পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩১, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশে টানা দুই দিনের পরিবহন ধর্মঘটের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের তৃতীয় বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা নেওয়া হচ্ছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ধর্মঘটের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সমস্যা হতে পারে বলে মনে করছেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। অনেকেই পরীক্ষা বাতিলের দাবিও জানিয়েছেন।

সাত কলেজ সূত্রে জানা যায়, ২০১৪-১৫ সেশনের অনার্স তৃতীয় বর্ষ, ২০১৪-১৫ সেশনের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও ২০১৩-১৪ সেশনের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আজ রোববার ও আগামী কাল সোমবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় সাত কলেজের রুটিন অনুযায়ী স্ব স্ব কেন্দ্রে পরীক্ষা  শুরু হয়।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হলো পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা হয়। সব কিছুর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যাবলীকে সবাই সম্মান করেন।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি