ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ বাধ্যতামূলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা বাধ্যতামূলক করেছে সরকার। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে যদি কোনো পরীক্ষার্থী প্রবেশ না করে তাহলে তাকে আর হলে ঢুকতে দেওয়া হবে না

মঙ্গলবার জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ন দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, জেএসসি-জেডিসির পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে হলে প্রবেশ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, জেএসসি-জেডিসির পর যেসব পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সব পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্র প্রবেশের বিষয়টি বাধ্যতামূলক করা হবে।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি