ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

পর্তুগালের সাথে ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ড

প্রকাশিত : ০৯:৩৫, ১৫ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ইউরো ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের সাথে ১-১ গোলে ড্র করে চমক দেখিয়েছে আইসল্যান্ড। অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। শক্তির বিচারে পিছিয়ে থাকা আইসল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। পর্তুগিজদের মুহুর্মুহু আক্রমনে দিশেহারা আইসল্যান্ডের রক্ষনভাগ। এরই ধারাবাহিকাতয় ৩১ মিনিটে নানি গোল করে পর্তুগালকে এগিয়ে নেন। এক গোলের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আইসল্যান্ড। রক্ষনদূর্গ ঠিক রেখে পাল্টা আক্রমন করতে থাকে ইউরোপের এই নতুন ফুটবল শক্তি। তবে, প্রথমার্ধে আর কোন দল গোলের দেখা পায়নি। বিরতির পর ৫০ মিনিটে আইসল্যান্ডের পক্ষে বিরকির বার্নাসন গোল করে সমতা ফেরান। এরপর আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি