ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পশুর চামড়া নিয়ে শংকা কেটে গেছে, লাভের মুখ দেখেছে মৌসুমী ব্যবসায়ীরাও

প্রকাশিত : ১৪:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কোরবানির পশুর চামড়া কিনে নিয়ে শংকা কেটে গেছে ব্যবসায়ীদের। তারা বলছেন, এবার লাভের মুখ দেখেছে মৌসুমী ব্যবসায়ীরাও। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাঁচা চামড়া সংগ্রহ হবে বলেও জানিয়েছে তারা। ফলে পাশবর্তি দেশে পাচার হবার আশংকা নাকোচ করে দিয়েছেন ব্যবসায়ীরা। কোরবারি পশুর দাম আর লবনের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে ঈদের আগ থেকেই কাঁচা চামড়ার ব্যবসায়ীদের মাঝে ছিল লোকসানের শংকা। তবে ঈদের পরে সারা দেশে চামড়া সংগ্রহ সেই আশংকাকে  উড়িয়ে দিয়েছে। প্রক্রিয়াজাত পর লাভের মুখই দেখতে যাচ্ছে ব্যবসায়িরা। মৌসুম কেন্দ্রিক ব্যবসায়ীরাও হয়েছেন লাভবান। এবার  চামড়া মান ভালো। দরও পাওয়া গেছে ভালো। এই খাতের ব্যবসায়ি নেতা বললেন, এবার প্রক্রিয়াজাত কাঁচা চামড়া বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাবে। চামড়া শিল্পে নজরদারী বাড়ানো এবং নীতিমালা প্রণয়নের দাবীও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি