ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

পাকিস্তান থেকেই পঙ্গপালের আগমন, দাবি ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ২৭ মে ২০২০

ভারতের রাজস্থানে পঙ্গপালের উৎপাত- এনডিটিভি

ভারতের রাজস্থানে পঙ্গপালের উৎপাত- এনডিটিভি

ঝাঁকে ঝাঁকে ভারতে আসছে পঙ্গপাল। একের পর এক ফসল নষ্ট করছে মারাত্মক এ পতঙ্গটি। পাকিস্তান থেকেই মূলত ভারতে এ ফসল বিনষ্টকারী পঙ্গপালের আবির্ভাব হয়েছে বলে দাবি করছে দেশটির কৃষি মন্ত্রণালয়। ভারতের দাবি, পাকিস্তান হয়ে উঠেছে পঙ্গপালের প্রজনন ক্ষেত্র। খবর এনডিটিভি’র। 

অত্যন্ত দ্রুতগতিতে পাকিস্তানে বংশবৃদ্ধি করেছে পঙ্গপাল। সীমান্ত অঞ্চল দিয়ে দল বেঁধে ভারতে প্রবেশ করছে তারা। ভারতের কৃষিবিভাগের উপ-মহাপরিচালক বি আর কাদওয়া জানান, পাকিস্তান সংলগ্ন অঞ্চলসমূহ থেকে সম্প্রতি রাজস্থানে প্রবেশ করেছে পঙ্গপালের একটি নতুন দল। তিনি একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘পাক সীমান্ত এলাকা দিয়ে ২/৩ দিন অন্তর ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল রাজস্থানে প্রবেশ করছে। পাকিস্তান পঙ্গপালের নতুন এক প্রজনন ভূমিতে পরিণত হয়েছে। সেখান থেকেই মূলত রাজস্থানসহ ভারতের অন্যান্য রাজ্যে পঙ্গপালের হামলা হচ্ছে। পঙ্গপালের চারটি বড় ঝাঁক সম্প্রতি জয়পুরে প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার রাতে, আমরা প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১ কিলোমিটার প্রশস্থ এলাকা জুড়ে ঘুরে বেড়ানো পঙ্গপালের ঝাঁককে ধ্বংস করেছি। সবচেয়ে বড় কথা এ পতঙ্গগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে। তাদের বেশ কিছু প্রকৃতিগত পরিবর্তনও হয়েছে এবং তারা আগে যে উচ্চতায় উড়তে পারতো, এখন তার থেকেও অনেক বেশি উচ্চতায় উড়ছে। এর ফলে পঙ্গপালের ঝাঁককে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়েছে।’ 

ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের পঙ্গপাল সতর্কতা সংস্থা চলতি বছরের মে-জুনে এমন আরও একটি পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছিল। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি