ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পাকিস্তানকে রুখতে ভারতের উন্নত প্রযুক্তির মিসাইল!

প্রকাশিত : ১১:০৬, ২৯ মে ২০১৯

পাকিস্তান ও ভারতের মধ্যে অস্ত্র প্রতিযোগীতা লেগেই আছে। এর মধ্যে পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান রুখতে ভারত তাদের নিজেদের যুদ্ধবিমানে নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনের পরিকল্পনা করছে।

ভারত চিন্তা করছে তারা ইসলাইলের কাছ থেকে ‍নতুন ডারবি ক্ষেপণাস্ত্র কিনবেন। এটিকে নিজেদের সুখোই যুদ্ধবিমানে সংযোজন করবে তারা।

জানা গেছে, দুই বছরের মধ্যে ইসরায়েলের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক ডারবি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানে যুক্ত করতে পারে ভারত। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে ব্যবহার করা যাবে।

গত ২৭ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলায় পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে টক্কর দিতে পারেনি ভারতের পুরোনো সুখোই। এ কারণেই নতুন ক্ষেপণাস্ত্রে যুদ্ধবিমান সাজাতে চাইছে ভারত। বিশ্লেষকরা এমনটাই মনে করছেন।

কেউ কেউ বলছেন, পাকিস্তান যেন কোনো ভাবেই ভারতকে ধরাশায়ী না করতে পারে এবং পাকিস্তানের মার্কিন এআইএম-১২০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাল্টা জবাব দিতেই ভারত ইসরায়েলের ডারবি ব্যবহার করতে চাচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি