ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পাকিস্তানজুড়ে প্রতিক্রিয়া : সুপ্রিম কোর্টকে সাধুবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ২১:৪৬, ২৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর দেশটির সুপ্রিম কোর্টকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একইসঙ্গে অনেকে পদত্যাগের  ঘোষণা দেওয়া নওয়াজ শরিফকে তিরস্কার করেছেন। আবার নিজ দলের লোকজনের অনুকম্পাও পাচ্ছেন তিনি।

সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে নওয়াজের দল স্বাভাবিকভাবেই হতাশ। দলের নেতারা বলছেন, নওয়াজের দিন শেষ হয়ে যায়নি। তবে বিরোধী দলের নেতারা উল্লসিত।

নওয়াজের পদত্যাগ ও সুপ্রিম কোর্টের রায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতা, তারকা, সাধারণ মানুষ। তাদের মধ্যে বেশির ভাগই নওয়াজের পদত্যাগে আনন্দ প্রকাশ করেছেন, অনেকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কাউকে কাউকে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। কেউ আবার এখনই বেশি খুশি হওয়ার সুযোগ নেই বলে মনে করছেন।

তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান আজ জিতেছে। নওয়াজ শরিফের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমি তার পরিবারকে চিনি ৪০ বছর ধরে। আমার বিরুদ্ধে তিনি কিছু করেননি। তবে তিনি পাকিস্তানের জনগণের জন্য খারাপ কিছু করেছেন। যার জবাবদিহিতা আমরা চেয়েছিলাম। ’

সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এটাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে টুইটারে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি গভীরভাবে সাধুবাদ জানাই সুপ্রিম কোর্ট বিশেষ করে এই বেঞ্চকে যারা নওয়াজকে অযোগ্য ঘোষণা করেছে। কারণ, এটা অনেক সাহসী সিদ্ধান্ত এবং বিচার বিভাগের ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতার বিষয়।’

রায়ের পর প্রতিক্রিয়ায় পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডনকে জানান, এটি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এনের জন্য কঠিন সময়। তবে দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নওয়াজ শরিফেরই থাকবে।

নওয়াজকে চতুর্থবারের মতো নির্বাচিত করা হবে, এমন দিন বেশি দূরে নেই— এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

তবে সর্বোচ্চ আদালতের এই রায়ে আনন্দ প্রকাশ করে বিজয় উদ্‌যাপন করেছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি রায়ের পরপরই গণমাধ্যমকে বলেন, এটি ঐতিহাসিক রায়। আসুন, পাকিস্তানকে শক্তিশালী ও সন্ত্রাসমুক্ত করি। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তকারী যৌথ তদন্ত দলকে (জেআইটি) ধন্যবাদ জানান।

প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা কামার জামান কাইরা।  তিনি বলেছেন, এতে বিরোধী সব দলের ভূমিকা রয়েছে। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং ইমরান খানের কৃতিত্ব বেশি। তিনি এ বিষয়টিকে আদালত পর্যন্ত নিয়ে গেছেন। আইনি লড়াই লড়েছেন।

পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতা জাহাঙ্গীর তারিন বলেন, আদালতের আজকের সিদ্ধান্ত পিটিআই এবং জাতির জয়। গণতন্ত্রের সেরা সময় এটি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

জামায়াতে-ই-ইসলামির সিরাজুল হক বলেন, আদালত, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক কর্মী যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে অভিনন্দন জানাই।

পিপিপির সিনেটর সাইদ ঘানি এক টুইটে বলেন, যারা দীর্ঘদিন ধরে নওয়াজ শরিফকে সমর্থন দিয়ে আসছেন, তাদের আর কোনো উপায় থাকল না। কারণ, নওয়াজ শরিফ ও তার পুরো পরিবারকে অযোগ্য ঘোষণা করা হলো।

পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও পিপিপি নেতা নাফিসা শাহ টুইট করেন, এ সময় পরিষদের অধিবেশন আহ্বান করা প্রয়োজন।

রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক-লেখকরা। পাকিস্তানের সাংবাদিক হামিদ মির এক টুইট বার্তায় উল্লেখ করেন, এই সর্বসম্মত রায় পিটিআইয়ের জন্য নতুন শুরু। তবে তাদের খুব বেশি উদ্‌যাপন করা ঠিক না। কারণ, শিগগিরই আবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে।

লেখক ও সাংবাদিক জারার কুহরো টুইটে বলেন, গিলানির অপসারণের পর পিপিপির উদাহরণ অনুসরণ করার সময় এসেছে পিএমএল-এনের।

টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারাও। পাকিস্তানের মঞ্চ অভিনেতা হামজা আলী আব্বাসী বলেন, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেন নওয়াজ। সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণার পর তিনি পদত্যাগ করলেন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আছেন।

পাকিস্তানের চলচ্চিত্র পরিচালক খাদিজা শাহ বলেন, বিচার বিভাগ নিজেদের স্বাধীনতা প্রমাণ করেছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানে উন্নতি আসবে।

পাকিস্তানের পপ সংগীতশিল্পী ও গীতিকার বিলাল খান টুইটে বলেন, পাকিস্তানের ভবিষ্যতের জন্য এটি আনন্দের দিন।

নাগরিকদের অনেকেই টুইটে আনন্দ প্রকাশ করেছেন। হারিশ নামে একজন লিখেছেন, নওয়াজ শরিফ নেহি র‍্যাহে।

লারাইব তালাত টুইট করেন, মনে হচ্ছে আজ ঈদ। নওয়াজ শরিফ নেই।

পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

সূত্র: ডন ও জিও নিউজ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি