
পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে কলেজ হোস্টেলে ঢুকে হামলা চালায় বেশ কয়েকজন সন্ত্রাসী। এসময় পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। কমপক্ষে দু’জন আত্মঘাতি হামলা চালায়। ঘটনায় সময় ওই হোস্টেলে ৬শ’রও বেশি প্রশিক্ষণার্থী ছিল। সন্ত্রাসীরা অনেককে জিম্মি করে রাখে। পরে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে পুলিশ। নিহত হয় আরো এক হামলাকারী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়বে। হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি।