ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

পাকিস্তানের দখলদারিত্বের প্রতিবাদে নেদারল্যান্ডসে বিএনএমের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২৫ মার্চ ২০২৪ | আপডেট: ২৩:৫৪, ২৮ মার্চ ২০২৪

পাকিস্তানের ‘বেলুচিস্তান দখলের’ প্রতিবাদে নেদারল্যান্ডসের আমস্টারডামে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করেছে বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)। সোমবার সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান ‘দখলের বিরুদ্ধে’ ‘কালো দিবস’ পালনের অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়। এএনআই জানিয়েছে, বিক্ষোভকারীরা পাকিস্তানের দখলদারিত্বের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ করেন। বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া বেলুচিস্তানের পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিলি করেন। বিবৃতিতে বলা হয়, সমাবেশে ভাষণে বক্তারা বেলুচদের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন। ১৯৪৮ সালের ২৭ মার্চকে তারা ‘বিয়োগের দিন’ হিসেবে দেখেন। ওই তারিখই প্রতি বছর তারা ‘কালো দিবস’ হিসেবে পালন করে। নির্যাতনের বিরুদ্ধে ৭৫ বছরের সংগ্রামের স্মৃতিচারণ করে।

বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন ও সেখানকার মানুষের সংগ্রামের কথা তুলে ধরে আন্তর্জাতিক সংহতির ডাক দেওয়া হয় বিএনএমের বিবৃতিতে। সেইসঙ্গে বেলুচিস্তানে পাকিস্তানের অর্থনৈতিক শোষণের কথাও তুলে ধরা হয়। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের মত আন্তর্জাতিক গোষ্ঠীর হস্তেক্ষেপ কামনা করেন তারা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি