পাবনার ভাষা সংগ্রামীদের কেউ কেউ বেঁচে আছেন, অনেকেই নেই
প্রকাশিত : ১০:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগ্রামে পাবনার রাজপথও কাঁপিয়েছিলেন ভাষাসৈনিকরা। সে আন্দোলনে শরীক হয়েছিলেন সেসময়ের রাজনীতিক, ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ। ১৪৪ ধারা ভেঙ্গে আন্দোলন করতে গিয়ে নির্যাতন ও কারাবরণ করেছিলেন অনেকে।
পাবনার ভাষা সংগ্রামীদের কেউ কেউ বেঁচে আছেন, অনেকেই নেই। মায়ের ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদায় অধিষ্ঠিত করতে এক সময় রাজপথ কাঁপিয়ে ছিলেন তারা। যারা বেঁচে আছেন কেমন আছেন তারা? তাদের স্মৃতিচারণে ওঠে আসে সেই সময়ের আন্দোলন সংগ্রামের কথা।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বায়ান্ন’র ফেব্র“য়ারিতে যে কয়টি এলাকায় তুমুল আন্দোলন গড়ে তোলে তার মধ্যে পাবনা অন্যতম। জেলায় আন্দোলনের সূতিকার ছিল সরকারি এডওয়ার্ড কলেজ। এছাড়া আন্দোলনের সাথে স্মৃতি জড়িয়ে আছে টাউন হল, আব্দুল হামিদ রোড, গোপাল চন্দ্র ইন্সটিটিউট, আর এম একাডেমি, জেলা স্কুল ও ফিরোজা মহলের নাম। আন্দোলন অংশ নিয়ে সরকারের দমনপীড়ন ও পুলিশী নির্যাতনের সঙ্গে কারাবরণ করেছিলেন আমিনুল ইসলাম বাদশাহ, প্রসাদ রায়, লিলি রায়সহ অনেকে।
মায়ের ভাষার জন্য যে আন্দোলন, স্বাধীন দেশে সেই ভাষার চর্চা কতটুকু সঠিক পথে এগুচ্ছে তা নিয়েও প্রশ্ন আছে এসব ভাষা সৈনিকের।
যাদের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনা রোপিত হয়েছিল সেই ভাষা সৈনিকদের তালিকা করারও দাবি তাদের।
আরও পড়ুন