ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

পাবনায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ২১ জুন ২০২১

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম মনোহপরপুর গ্রামের জুয়েল রানা (১৩) ও জেহাদ হোসেন (১৩)। সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ও জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফলাফি করছিল। হঠাৎ স্রোতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়। 

খালের উপরে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় প্রায় অর্ধ-শতাধিক মানুষ খালের কমপক্ষে ১০ ফুট গভীর পানির মধ্যে নেমে তল্লাসী শুরু করে। ঘটনার দুই ঘন্টা পর খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় বাসিন্দা রায়হান আলী, আওয়াল হোসেন, এনছের আলী অভিযোগ করে জানান, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ৬ জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের বাচ্চা দু’টি উদ্ধারের তৎপরতা লক্ষ্য করা যায়নি। শিশু উদ্ধার হওয়ার পর তারা চলে যায়। 

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে আমরা পানিতে নামিনি এটা সঠিক। আমরা পানিতে নেমে উদ্ধার করার অভিজ্ঞ নই। সেজন্য ডুবুরী টিম রয়েছে। আমরা ডুবুরী টিমকে খবর দেয়ার পর শিশু দু’টি উদ্ধার হয়। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই। পরে পুলিশের সহায়তায় তাদের মরদেহ বুঝিয়ে দিয়ে এসেছি।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি