পাবনায় সহপাঠির আঘাতে স্কুলছাত্র নিহত, শিক্ষার্থী আটক
প্রকাশিত : ১৮:২৫, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৫, ২৫ অক্টোবর ২০১৬
পাবনা দেগাছীতে সহপাঠির মারধরে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুরে দোগাছি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর দুই ছাত্র সজিব ও খায়রুল তর্কে জড়িয়ে পরে হাতাহাতি শুরু করে। এ সময় শ্রেণীকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। হাতাহাতির একপর্যায়ে খায়রুল সহপাঠি সজিবকে লাথি মারলে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সজিব। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে অভিযুক্ত শিক্ষার্থী খায়রুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন