পাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল বুথ উদ্বোধন
প্রকাশিত : ২০:২২, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০০, ২১ অক্টোবর ২০২৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে ক্যাম্পাসজুড়ে সাড়ে চার শ’গাছের চারা রোপণ করা হবে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রাজশাহী রিজনের উপ-মহাব্যবস্থাপক মো. সাজেদুর রহমান,সরকারি মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও পাবনা প্রধান শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পূবালী ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সেমিনার কক্ষে ‘ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির একটি ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ ও ডিজিটাল বুথ উদ্বোধন কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাস সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাংকিং ও ডিজিটাল সেবার বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
এমআর//
আরও পড়ুন