ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

পারমাণবিক সক্ষমতা জোরদার এবং সম্প্রসারণ করা হবেঃ ট্রাম্প

প্রকাশিত : ১৩:৪৩, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৩, ২৩ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা জোরদার এবং সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টুইট বার্তায় এ’কথা জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পরই ট্রাম্প এ’কথা জানান। ইউএস ননপার্টিসন আর্মস কন্ট্রোল এসোসিয়েশনের হিসাবে, যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় ৭ হাজার ১০০। অন্যদিকে, রাশিয়ার কাছে আছে ৭ হাজার ৩০০টি। তবে, ট্রাম্পের জনসংযোগ বিষয়ক পরিচালক জেসন মিলার বলেছেন, দেশটির পারমাণবিক শক্তি আধুনিকায়নের জন্য এ’ বার্তা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি