ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ২১:৩৮, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ইমরান উদ্দিন রুবেল জানান, নিহত পর্যটকের নাম রিদওয়ানুল আলম সাব্বির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এসময় আহত আরও দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ডাক্তার ইমরান আরও জানান, শুক্রবার বিকালে তিনজন আহত পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে রিদওয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি দু’জনের অবস্থা গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হিমছড়িতে পাহাড় ধসে তারা আহত হয়েছেন বলে জানানো হয়। 

আরকে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি