ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

‘পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছে ভারত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৭:১৫, ৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারত পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছে বলে মন্তব্য কলেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ‘আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা শান্তিতে আছেন। কিন্তু পাশ্ববর্তী দেশ ভারত আমাদের নিয়ে মিডিয়াতে নানা অপপ্রচার চালাচ্ছে। ওনারা পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন। এসব করে ওনারা বাংলাদেশের লোককে ভারতমুখী করতে পারবেন না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই উল্লেখ করে তিনি বলেন, মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।’ 

তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়।

 যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি। এছাড়া পদ্মা-মেঘনা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে তার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি