ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

পিইসি-জেএসসি-জেডিসির ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০৯, ২৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা করা হয়েছে। এবার পিইসিতে পাশের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ এবং ইফতেদায়ীতে ৯৭ দশমিক ৬৯ শতাংশ। আর জেএসসিতে পাশের হার ৮৫ দশমিক ৮৩ এবং মাদ্রাসা বোর্ডের জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।

সোমবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন। এর মাধ্যমে সারাদেশের ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটেছে।

পরে দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যদিকে, দুপুর ১টায় নিজের মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিস্তারিত ফল প্রকাশ করবেন গণশিক্ষামন্ত্রী ফিজার।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানানো হবে।

ফলাফল দেখার নিয়ম জানতে এখানে ক্লিক করুন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি