ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পিএসসির সদস্য হলেন শাহজাহান আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হলেন অবসরপ্রাপ্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।  বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে নিয়োগের এ বিষয়টি জানানো হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৪ সালের ৯ নভেম্বর ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় পিএসসি সচিবের দায়িত্ব পান শাহজাহান আলী। পরে এই কমিশনের সচিব পদে পদোন্নতি পান তিনি।


নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় সরকারের প্রশাসনিক তদন্ত কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন শাহজাহান আলী। শাহজাহান আলীকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি