ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিতৃত্বকালীন ছুটি নিয়ে পূর্ণ বেতনে দুই সপ্তাহের ছুটি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি চাকরিতে কর্মরত নারীরা দুটি সন্তানের জন্য পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি পান। তবে কমিশন প্রস্তাব করেছে, বিশেষ পরিস্থিতিতে—যেমন মৃত সন্তান প্রসব, সন্তানের মৃত্যু, দ্বিতীয় বিয়ের পর সন্তানের জন্ম অথবা দত্তক গ্রহণের ক্ষেত্রে—এই ছুটি সর্বোচ্চ চারবার পর্যন্ত মঞ্জুর করার বিধান রাখা উচিত।

সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এসব সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সংস্কারের ওপর জোর দিয়েছে কমিশন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন নারী অধিকারকর্মী ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক। দশ সদস্যের এই কমিশন নারী-সম্পৃক্ত বিভিন্ন নীতিমালার সংস্কারের লক্ষ্যে কাজ করছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি