পিরোজপুর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কমিটি স্থগিত
প্রকাশিত : ১২:১০, ৪ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অপ্রীতিকর ঘটনার পর পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবেদন কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। এরই পরিপ্রেক্ষিতে জেলা কমিটি বিলুপ্ত করা হয়।
এছাড়া, পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার রাত ৮টায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাকির আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিদরের যৌথ নির্দেশে এ স্থগিতাদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, চার বছর পর চলতি বছরের ৩ জুন পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। সভাপতি হন সালাউদ্দিন তালুকদার কুমার এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এই দুটি কমিটি বিলুপ্তির পেছনে সদ্য অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রভাব রয়েছে বলে জানা গেছে।
শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ওই কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে।
এএইচ
আরও পড়ুন