ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে বিএনপির কাউন্সিলে হাতাহাতি-ব্যালট ছিনতাই, ফলাফল স্থগিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, হাতাহাতি আর ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে ভোট গণনা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে এই ঘটনাটি ঘটে।

সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। কিন্তু গণনার একপর্যায়ে হঠাৎ করে কিছু ব্যক্তি হট্টগোল শুরু করেন। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো অডিটোরিয়ামে। এর মধ্যেই কিছু ব্যালট ছিনতাই করে নিয়ে যায় একদল লোক। 

ফলে ভোট গণনা স্থগিত করা হয় এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে বিএনপির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানিয়েছেন, “ঘটনায় কেউ হতাহত হয়নি, এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক।”

ভোটাররা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন বিশৃঙ্খলা শুধু রাজনৈতিক পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে না, এটি দলীয় শৃঙ্খলার ওপরও ফেলে বড় প্রশ্নচিহ্ন।

এর আগে সকালে দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল শুরু হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

কাউন্সিলের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি