ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

পিস স্কুল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৪:১৭, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৭, ৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

দেশবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পিস স্কুল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়াং চেঞ্জ মেকারর্স কোয়ালিশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, তদন্ত শেষে পিস স্কুলের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার তাগিদ দেন। একইসঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও ছেলে-মেয়ের জন্য পর্যাপ্ত সময় দেয়ার পরামর্শ দেন তিনি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যুবকদের জন্য নানা কর্মসূচি সমন্বয় করার কথাও বলেন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি