ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৪৫, ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত ও দুদক সূত্রে জানা গেছে, পুতুলের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করে দুদক, যার শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, ১০ এপ্রিল একই মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৩ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ মোট ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

তিনটি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও ১৬ জন।

দুদক ২০২৪ সালের ২৬ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়ম তদন্তে নামে। অনুসন্ধান শেষে একই প্রকল্পে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি