ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পুনরুজ্জীবনের আশায় ১০০ বছর ধরে এক কিশোরীর মরদেহ সংরক্ষণের অনুমতি দিয়েছে আদালত

প্রকাশিত : ১১:২৬, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৬, ১৯ নভেম্বর ২০১৬

পুনরুজ্জীবনের আশায় ১০০ বছর ধরে এক কিশোরীর মরদেহ সংরক্ষণের অনুমতি দিয়েছে ব্রিটেনের আদালত। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৪ বছরে থমকে গিয়েছিল লন্ডনের ওই কিশোরীর জীবন। কোন একদিন আবার তাকে বাঁচিয়ে তোলা যাবে, এমন আশায় নিজের দেহ সংরক্ষণের অনুরোধ জানায় মেয়েটি। পরিবারের সম্মতি না থাকায় আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। এরপরই বিরল এই রায় দেয় লন্ডনের আদালত। গেল অক্টোবরে মারা যাওয়ার পর তার দেহ কবর দেয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের মিশিগান ক্রায়োনিক্স ইনস্টিটিউটে তরল নাইট্রোজেনে সংরক্ষিত করা হয়। এ পদ্ধতি নিয়ে বিতর্ক থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় ৩৭ হাজার ডলারের বিনিময়ে দীর্ঘ সময় পর্যন্ত মরদেহ সংরক্ষণের সুযোগ রয়েছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি