ঢাকা, বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫

পুলিশকে কুপিয়ে জখম, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মো. কাইয়ূমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সম্প্রতি পুলিশের ওপর হামলার মামলার আসামি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বন্দর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তার মো. কাইয়ূম (৩৫) নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহরে সীমেন্স হোস্টেল এলাকার বাসিন্দা।

ওসি আফতাব বলেন, ‘গত ১১ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত কাইয়ূম। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি