ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

‘পূর্ব বাংলার জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৮

পূর্ব বাংলার (বাংলাদেশ)  জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ। শনিবার লাহোরে পাঞ্জাব সরকারের ১০০ দিনের অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইমরান খান এ কথা বলেন।

এ সময় তিনি সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তা ভারতের নরেন্দ্র মোদিকে দেখিয়ে দেবেন বলে মন্তব্য করেন।

ইমরান খান বলেন, সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা, সুরক্ষা অনুভব করে, নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায়, তার সরকার তা নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে। দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহরও এমন স্বপ্ন ছিল।

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি