ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৪ মে ২০১৭ | আপডেট: ১৩:০৬, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

পূর্ব বিরোধের জের ধরে রাজবাড়ীতে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সেসময় ছেলেকে বাঁচাতে এলে বাবা নিয়ামত আলী বিশ্বাসও আহত হন।

স্থানীয়রা জানায়, বিদেশে লোক পাঠানো নিয়ে কালিকাপুর গ্রামে আমজাদ হোসেন বিশ্বাস ও তার তার ভাগিনা শহিদুল ইসলামসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করেন একই গ্রামের আলম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমজাদ ও তার সহযোগীরা কদিন আগে আলমকে মারপিট করে আটকে রাখে। গেল রাে ৭/৮ জনের একদল দূর্বৃত্ত বাড়ীতে প্রবেশ করে আমজাদকে কুপিয়ে জখম করে। পরে তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আমজাদ মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি