ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

পেনসিলভেনিয়ায় গোলাগুলিতে নিহত ১, আহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৯ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভেনিয়া রাজ্যে গোলাগুলিতে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে।

রোববার বিকেলে ব্যস্ত টার্গেট পার্কিং লটে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। নর্থহাম্পটন কাউন্টির ডিস্ট্রিক্ট এর্টনী টেরি হুক স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, গোলাগুলিতে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে। আহতের অবস্থা স্থিতিশীল।

তিনি নিহতের পরিচয় সম্পর্কে কিছু বলেননি।

তবে তিনি জানান, পার্কিং লটে তর্কবিতর্কের এক পর্যায়ে অন্তত দু’টি গাড়ি থেকে গুলি বিনিময় হয়।

পুলিশ তদন্তের প্রাথমিক অবস্থায় রয়েছে বলে হুক উল্লেখ করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি