ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পোল্ট্রি শিল্প সম্ভাবনাময় অর্থনৈতিক খাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:২৫, ২৩ এপ্রিল ২০১৭

পোল্ট্রি

পোল্ট্রি

দেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাত পোল্ট্রি শিল্প। তবে, প্রান্তিক খামারীদের অভিযোগ, খাদ্যের উচ্চমূল্য, ওষুধের দাম বৃদ্ধি এবং মুরগির বাচ্চার অতিরিক্ত দামের কারণে খামার পরিচালনার খরচ বেড়েছে। কমছে মুনাফা। এছাড়া, এই খাতে বিদেশী বিনিয়োগের কারণে অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে স্বল্প পুঁজির উদ্যোক্তাদের।
দেশে কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপখাত পোল্ট্রি শিল্প। ব্যবসায়িক ভিত্তিতে যার উত্থান ঘটে নব্বইয়ের দশকে। ধীরে ধীরে গড়ে উঠে হাজারো ছোট-বড় খামার।
তবে, সম্ভাবনাময় এই খাতটি নানা অভিঘাতে জর্জরিত বলে অভিযোগ করেছেন প্রান্তিক খামারীরা।
এ’সব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে খামার রক্ষা জাতীয় কমিটি।
তবে, অভিযোগ অস্বীকার করে ভিন্ন যুক্তি দেখিয়েছে বাংলাদেশ ফিড এসোসিয়েশন।
এদিকে, পোল্ট্রি শিল্পে ভারত, চীন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের ৭টি কোম্পানি বিনিয়োগ করেছে। বিদেশী এই বিনিয়োগকারীদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠছেন না দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে ৪ থেকে ৫ শতাংশ সুদে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পোল্টি শিল্পে গুরুত্ব দেয়ার দাবি ব্যবসায়িদের।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি