ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১৭ অক্টোবরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে ন্যূণতম বেতন কমিশন। তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ বলছে, নতুন কাঠামোয় সর্বনিন্ম বেতন হওয়া উচিৎ ৬ হাজার ৩শ’ ৪০ টাকা। অন্যদিকে, শ্রমিক সংগঠনগুলো বলছে, বর্তমান জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে বেতন নির্ধারণ করা প্রয়োজন।

২০০৬ সালে সর্বনিন্ম মজুরি কাঠামো ১৬শ’ ৬২ টাকা থাকলেও ১০-এ এসে তা দাঁড়ায় ৩ হাজার টাকায়। ২০১৩ সালে পুননির্ধারিত হয় ৫ হাজার ৩শ’ টাকা। যা এখনো বিদ্যমান। এ’ অবস্থায় নতুন করে মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড।

মূল্যস্ফীতি, ক্যালোরিসহ সার্বিক বিবেচনায় ন্যূণতম মজুরি ৬ হাজার ৩শ’ ৪০ টাকা প্রস্তাব করেন তৈরি পোশাক মালিকরা।

মজুরি বোর্ডে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূণতম বেতন প্রস্তাব করা হয় ১২ হাজার ২০ টাকা।

নিন্মতম মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকদের সক্ষমতা আর শ্রমিকদের চাহিদাকে প্রাধান্য দিয়েই ন্যূণতম মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।

আগামি ১৭ই অক্টোবর নিন্মতম মজুরি নির্ধারণের পর সরকারের সিদ্ধান্তের জন্য তা শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে নিন্মতম মজুরি বোর্ড।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি