ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার ঘোষণা যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৪২, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে `শাস্তি` দিচ্ছে, লাখ লাখ মানুষকে চাকুরিচ্যুত করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েও দেয়া হয়েছে জাতিসংঘকে। এর আগে জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিল।

গত জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউজে দেয়া এক ঘোষণায় বলেন, তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করবেন। তখন আন্তর্জাতিক মহলে বেশ নিন্দিত হন তিনি।

অবশেষে শুক্রবার এক ঘোষণায় জানানো হয়, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়ে দেয়া হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এই ঘোষণাটিকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে, কারণ, কোনো সদস্য দেশই ২০১৯ সালের ৪ঠা নভেম্বরের আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবে না।

অর্থাৎ ২০২০ সালের শেষভাগে আমেরিকা যখন পুরোপুরি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যেতে সক্ষম হবে, ততদিনে দেশটিতে আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হবে। ওই সময় ট্রাম্প ব্যতীত নতুন কোনো ব্যক্তি যদি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি আবার এই চুক্তিতে পুনরায় যুক্ত হবার সিদ্ধান্ত নিতে পারেন।

খবর: বিবিসি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি