ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

প্রকাশ্যে এলো নোবেলের ‘অপরাধ’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৬ নভেম্বর ২০২৩

একের পর এক কাণ্ডে ভাবমূর্তি নিয়ে গেছেন তলানিতে মাইনুল আহসান নোবেল। সর্বশেষ খুলনার এক তরুণীর সঙ্গে তার ‘বিয়ে-কাণ্ড’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে কটাক্ষের ঝড়। জানা গেছে, এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে রিহ্যাব তথা পুনর্বাসন কেন্দ্রে।

এই অস্থির সময়ের মধ্যেই প্রকাশ্যে এলো নোবেলের আরেকটি ‘অপরাধ’। না, এটা বাস্তবের কোনো অপরাধ নয়, বরং তারই গাওয়া নতুন গান। যেটা প্রকাশ হয়েছে রিও মেলোডি নামের একটি ইউটিউব চ্যানেলে।

‘তুমিও তো পারতে, আমারই মতো/ ভালোবেসে মরতে, প্রতিনিয়ত/ বুঝতে আমি কেমন করে পুড়ে পুড়ে হয়ে গেছি ছাই/ প্রেমের চিঠি চলে গেছে কেন ভুল ঠিকানায়/’- এমন কথায় গানটি রচনা ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজনে সালমান জাইম।

গানটির স্রষ্টা তরুণ মুন্সী বলেছেন, ব্যক্তিগত জীবনের বিতর্ক আলাদা বিষয়। কিন্তু গায়ক হিসেবে নোবেল কিন্তু মেধাবী, সম্ভাবনাময়। এই গানটিও সে চমৎকার গেয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

‘অপরাধ’ গানের জন্য গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহ। গানচিত্রটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতার সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন নোবেল। এর পর ‘অভিনয়’, ‘তোমার মনের ভেতর’, ‘মেহেরবান’ ইত্যাদি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি