ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রতি বছর দেশে অন্তত ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে

প্রকাশিত : ১৭:১১, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫১, ৬ এপ্রিল ২০১৬

প্রতি বছর দেশে অন্তত ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। গেল ২০ বছরে বাংলাদেশে আর্সেনিক সমস্যা অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণ হিসেবে সরকারের অবহেলাকে দায়ি করেছে সংস্থাটি। তবে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আর্সেনিক বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চলছে। প্রায় দুই দশক আগে, বাংলাদেশের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের অস্তিত্ব পাওয়া যায়। পরে জনগণকে সচেতন করতে পানি কেন্দ্র, গভীর নলকূপ স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উদ্যোগ নেয়া হয় সরকারের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ জাতীয় প্রেসক্লাবে এ’ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে জানায়, ২০৩০ সাল পর্যন্ত ১৫ লাখ শিশুর আর্সেনিকযুক্ত পানি পান করার কারণে মৃত্যু হতে পারে। আর্সেনিক নিরসন প্রকল্পে যথাযথ পর্যবেক্ষণ ও মান নিয়ন্ত্রণের অভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আর্সেনিকমুক্ত নলকূপ বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকে বলেও জানান সংস্থাটির গবেষক। প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আর্সেনিক ঝুঁকি মোকাবেলায় সরকারের বেশকিছু কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা না বলেই হিউম্যান রাইটস ওয়াচ ওই প্রতিবেদন তৈরি করেছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি