ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রতিদিনই বাড়ছে চালের দাম, ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি উৎপাদন বাড়ানোর তাগিদ

প্রকাশিত : ১৭:৫২, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫২, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

লাগামহীন হয়ে উঠেছে চালের বাজার। প্রতিদিনই বাড়ছে দাম। সংকট মেটাতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। মাত্র এক মাস আগেও চট্টগ্রামের বাজারে ৫০ কেজির প্রতি বস্তা মোটা চাল বিক্রি হয়েছে  এক হাজার থেকে ১১শ টাকায়। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকায়। একই ভাবে বেড়েছে চিকন চালের দামও। সরবরাহ কম হওয়ায় চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে মনে করেন আড়ৎদাররা। এ জন্যে আমদানী  বাড়ানোর কথাও বলেছেন তারা। এদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ধান চাষের পরিবর্তে অন্য পণ্য উৎপদানের দিকে ঝুকছেন বলে জানান কৃষকরা। উৎপাদন বাড়াতে কৃষকদের প্রনোদনা দাবী জানিয়েছেন চেম্বারের নেতৃবৃন্দ। তারা বলছেন, ধান উৎপাদনে কৃষকদের আস্থা ফেরানো না গেলে অর্থনীতি হুমকির মধ্যে পড়তে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি