ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রতিপক্ষের গুলিতে ওয়ার্ড যুবলীগের ২ নেতা আহত

প্রকাশিত : ১৫:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর মতিঝিলে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে ওয়ার্ড যুবলীগের দুই নেতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একপক্ষ এলোপাতাড়ি গুলি চালায়। এতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা ইমন ও বাবু গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, বাবুর অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি