ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ মেয়ে শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। এসময় তাঁরা আগামী ২৩ জুলাই তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীনের ছেলেমেয়ে সাক্ষাৎ করেন বলে প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২৩ জুলাই তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর জন্য তাঁরা সাক্ষাৎ করেছেন। এ সময় শারমিন আহমদের তাঁর লেখা ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি