ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ, হাল ছাড়ছেন না ইমরানও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:৫৬, ১০ এপ্রিল ২০২২

বহু নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। পাকিস্তানে সম্মিলিত বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন শাহবাজ শরিফ, পাকিস্তানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। 

সোমবার, ১১ এপ্রিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। অন্য দিকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে হেরে গেলেও লড়াই ছাড়ার নাম নেই ইমরান খানের। তার দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সদ্য প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তবে তার জয়ের সম্ভাবনা কার্যত নেই।

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে ধরাছোয়ার বাইরে অধুনা ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা তথা পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রবীন নেতা শাহবাজ শরিফের।

বিরাট কিছু ঘটে না গেলে নওয়াজ শরিফের ডানহাত হিসেবে পরিচিত শাহবাজই বসতে চলেছেন ইমরান খানের ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদে। 

বিলওয়াল ভুট্টো সম্ভবত পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বলে জানা যাচ্ছে। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি