ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আ’লীগ থেকে ইউপি চেয়ারম্যান বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। 

তিনি বলেন, ‘মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে কেন প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন তা জনতে চেয়ে এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য শোকজ করা হয়েছে। ’

গত শনিবার একটি ওয়াজ মাহফিলে বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল) বলেছেন, ‘আমি বারদীর ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুমুক লাগবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে. কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইস অফ। যোগ্যতা দিয়ে আমি চেয়ারম্যান হয়ে এসেছি।’ 

পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহ্ফিলে তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

চেয়ারম্যানে এমন বক্তব্যে উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ক্ষোপ প্রকাশ করে এ বক্তব্যর তীব্র নিন্দা জানিয়েছেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে তার এই বক্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। এটি একটি ষড়যন্ত্র।’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি