ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সম্পর্কিত সুবিধাদি স্থগিত করে চুক্তিতে আরও দুই বছরের জন্য তার বর্তমান পদে পুনরায় নিয়োগ দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস-এর অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

কায়কাউস ২০১৯ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে নিয়োগ পান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানের আগে তিনি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. কায়কাউস আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উইলিয়ামস কলেজের সেন্টার ফর ডেভলপমেন্ট ইকোনমিক্স থেকে ডেভলপমেন্ট ইকোনমিক্সে মাস্টার অব আর্টস ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি এবং পলিটিক্যাল ইকোনমিতে পিএইচডি অর্জন করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি