ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে খুশি চা শ্রমিকরা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২০, ৩ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রামসহ ৪ জেলার চা শ্রমিকদের সঙ্গে আজ বিকেলে ভিডিও কনফারেন্স কথা বলেছেন প্রধানমন্ত্রী। এসময় মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানের পক্ষে দুজন নারী চা শ্রমিক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। 

তারা ১৭০ টাকা মজুরিতে আনন্দিত এবং ভবিষতেও তারা যেন শিক্ষা, চিকিৎসা সেবাসহ-সন্তানাদি নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারেন এই বিষটিও যেন তিনি দেখেন।

ভিডিও কনফারেন্সের মৌলভীবাজার প্রান্তে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র পুলিশ সার্কেল শ্রীমঙ্গল কমলগঞ্জ শহিদুল ইসলাম মুন্সি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় প্রধানমন্ত্রী চা শ্রমিক সন্তানরা প্রধানমন্ত্রীর সম্মানে তাদের ঐতিহ্যবাহী কাটিনৃত্য ও ঝুমুর নৃত্য পরিবেশন করেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি