ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

প্রবাসী আয় ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:১৭, ২৬ আগস্ট ২০১৮

চলতি বছর প্রবাসী আয় ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সম্মাননা প্রদানসহ প্রশিক্ষণ দিচ্ছে সরকার। রেমিটেন্স আরো সহজে দেশে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের শক্ত নীতিমালা থাকা দরকার বলে মনে করেন শ্রমবাজার সংশ্লিষ্টরা।

দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত প্রতিবছর প্রায় ৬৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। এছাড়া, চীন ২৯ বিলিয়ন এবং ফিলিপাইন ৩২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। অথচ বাংলাদেশের প্রবাসী আয় গত ৫-৬ বছর ধরেই ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। প্রবাসীরা বলছেন, নানান সীমাবদ্ধতার কারণেই প্রবাসী আয় বা রেমিটেন্সে বড় ধরনের প্রবৃদ্ধি হচ্ছে না।

জনশক্তি ব্যবসার সাথে জড়িতরা বলছেন, প্রবাসী আয় পাঠানোর ব্যবস্থা আরো সহজ করা দরকার। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের শক্ত নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন তারা।

আগামী ৫ বছরের মধ্যে প্রবাসী আয় দ্বিগুণ করা অসম্ভব নয় বলে জানান বিশ্লেষকরা।

প্রবাসীদের বৈধপথে টাকা পাঠাতে উৎসাহিত করতে এরইমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে বিদেশগামীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি