ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৪:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া এবার কোনোভাবে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শেষে এসব কথা বলেন মন্ত্রী। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সোমবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ প্রশ্ন ফাঁসের অভিযোগের পর এবার প্রথমে এমসিকিউ ও পরে তত্ত্বীয় পরীক্ষা নেয়া হয়। এদিকে গেলো বছরের তুলনায় এবার শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। এছাড়া সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার আগে এমসিকিউ পরীক্ষা নেয়ার উদ্যোগকেও স্বাগত জানান সবাই। এর আগে পরীক্ষা শুরুর পরপরই রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ালে তাতে কান না দিতে অভিভাবক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে এবারও যথারীতি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি